আদমদীঘিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিবিএ,আদমদীঘি: বগুড়ার আদমদীঘিতে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৭ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার পোঁওতা রেলগেট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদর উপজেলার শেখপুরা গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (২৪) ও জয়পুরহাটের পাঁচবিবির রায়পুর গ্রামের জাকের আলীর ছেলে আবু তৈয়ব রনি (২৩)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানায়, দুই মাদক ব্যবসায়ী অটোচার্জার যোগে ব্যাগে করে ফেন্সিডিল বহন করে আদমদীঘির উদ্যেশ্যে আসছিলো। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ পোঁওতা রেলগেটে সকাল সাড়ে ৭টায় তাদের অটোচার্জার থামিয়ে ব্যাগ তল্লাশি করে। এসময় ব্যাগের ভিতর সাজিয়ে রাখা ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

পিবিএ/সাইফ হাসান খান সৈকত/বিএইচ

আরও পড়ুন...