আদালত অবমাননার দায়ে অনিল আম্বানিকে ১ কোটি টাকা জরিমানা!

anil

পিবিএ ডেস্ক : আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতের রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানি ও কোম্পানির দুই কর্মকর্তা। এরিকসন ইন্ডিয়ার দায়ের করা পিটিশনের শুনানিতে তাদের এক কোটি টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট।

অনিল আম্বানির কোম্পানির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল এরিকসন ইন্ডিয়া। আজ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান ও বিনীত শরণের বেঞ্চ আম্বানি, রিলায়েন্স টেলিকমের চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকে ৪ সপ্তাহের মধ্যে এরিকসন ইন্ডিয়াকে ৪৫৩ কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে তাদের প্রত্যেকের ১ মাসের জেল হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

আদালত অবমাননার দায়ে আম্বানি ও দুই কর্মকর্তাকে এক কোটি টাকা করে জরিমানা করেছে আদালত। এক মাসের মধ্যে এই অর্থ জমা না-করলে তাদের এক মাসের হাজতবাস করতে হবে। এরিকসন ইন্ডিয়া শীর্ষ আদালতে পিটিশন দাখিল করে অভিযোগ করেছিল, রাফায়েল জেট কিনতে বিনিয়োগের জন্য টাকা থাকা সত্ত্বেও ৫৫০ কোটি টাকার বকেয়া মেটাচ্ছে না অনিল আম্বানির কোম্পানি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...