নয়ন চক্রবর্তী, পিবিএ, বান্দরবান : বান্দরবান চীফ জুড়িসিয়াল আদালত প্রাঙ্গণে আসামীকে নির্যাতন করায় আলীকদম থানার এস,আই শাখাওয়াত হোসেন’র বিরুদ্ধে মামলা।
বান্দরবান চীফ জুড়িসিয়াল আদালত বেঞ্চ সহকারী সুত্রে জানাযায় সোমবার (২৩ ডিসেম্বর) আলীকদম থানার আসামী নুর ১৬৪ ধারায় জবানবন্দী দিতে আসলে আদালত কাঠগড়া হতে আসামী নুরকে শৌচাগার নেওয়ার কথা বলে আদালতের নকল খানা কক্ষে নিয়ে এস,আই শাখাওয়াত হোসেন তার শিখিয়ে দেওয়া কথা আদালতে না বলায় কিল,লাথি ঘুষি মেরে জনসম্মুখে শারিরীক নির্যাতন চালায়। পরে আসামী নুর ঘটনাটি বিজ্ঞ আদালতে প্রকাশ করলে সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান আমলি ধারা ৩৩০,৩৫৩,৫০৬ অনুযায়ী সমন জারী পূর্বক মিস মামলা ৫/১৯ রজু করেন এবং পুলিশ সুপারকে ১০ কার্যদিবসের মধ্যে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
আলীকদম থানার থানার এস,আই শাখাওয়াত হোসেনের সাথে মুঠোফোনে জানান আলীকদম থানার মাদক মামলার আসামী নুরকে ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়ার জন্য সোমবার (২৩ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে নিয়ে গিয়েছিলাম, তবে নির্যাতন,সমন কিংবা আমার বিরুদ্ধে মামলার বিষয়ে কোনকিছুই জানা নেই।
পিবিএ/নয়ন/জেডআই