আধুনিকায়নে এসটিএস নির্মাণে জায়গা পরিদর্শন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনার আরো আধুনিকায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে মহানগরীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র।

প্রথমে নগরীর ভেরিপাড়া এলাকায় জায়গা পরিদর্শন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর নগরীর আরো বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ভেরিপাড়া এলাকায় পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে ৩০টি এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ১ম পর্যায়ে ১২টি এসটিএস নির্মাণে স্থান নির্ধারণ করা হয়েছে। ১ম পর্যায়ের ১ম ধাপে ৪-৫টি এসটিএস নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...