আধুনিক এ্যান্ড্রয়েড মোবাইল গেমস এর ভিড়ে, এখনও হারিয়ে যাওয়া দিনগুলো খুজে পাওয়া যায় নিভৃত পল্লির অজোপাড়া গাঁয়ে। নদীতে উজান থেকে নেমে আসা পানিতে মাছ শিকার করছে শিশুরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী থেকে তোলা। রোববার, ১৯ মার্চ। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন।