আনন্দে কেটেছে টাইগারদের ঈদ

পিবিএ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম মঙ্গলবার লন্ডনে বেশ সতর্কভাবেই ঈদ উদযাপন করেছে টাইগাররা। আনন্দের কোনো ঘাটতি হয়নি।

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ঈদের নামাজে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে কঠোর সতর্কতা অবলম্বন করেছে আইসিসি। তাই মঙ্গলবার, লন্ডনে ঈদের সকালের আগে কোন জামাতে অংশ নিবেন মাশরাফি বিন মর্তুজারা, সেটি গোপনই রাখা হয়েছিল।

পৃথক দু’টি ভ্যানে করে ক্রিকেটারদের নিয়ে যাওয়ায় লর্ডসের খুব কাছে লন্ডন সেন্ট্রাল মস্কে। সেখানে দুপুর ১২টার জামাতে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা।

দল কোথায় ঈদের নামাজ আদায় করবেন, এ নিয়ে গত দু’দিন ধরেই খোঁজখবর নিচ্ছিল মিডিয়া। কিন্তু নিরাপত্তার কারণে সেটি বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের কাছে গোপন করে গেছে আইসিসি। তাই মিডিয়াও পিছু নিতে পারেনি বিদেশের মাটিতে আরেকটি ঈদ উদযাপন করতে যাওয়া বাংলাদেশ দলকে।

ক্রিকেটারদের সংবাদ সংগ্রহে সাংবাদিকরা ভীড় করেছিলেন লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাঙ্কের সামনে। এটাই যে মাশরাফিদের লন্ডন ঠিকানা। লন্ডনের সব কটি মসজিতেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দল ঈদের জামাতে নামাজ আদায় করেছে ১২টায়। কাছেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ১৪ জুলাই এ মাঠেই বিশ্বকাপের ফাইনাল।

ঈদের জামাতে ক্রিকেটারদের সঙ্গে নামাজ আদায় করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বেশ কয়েকজন বোর্ড কর্মকর্তা। নামাজ শেষে সোয়া ১টার দিকে ক্রিকেটাররা হোটেলে ফেরার আগেই খাবার পৌছে যায় হোটেলে। কয়েকজনের পরিবারও আছে সঙ্গে। আর প্রবাসীরা তো আছেন ঈদ শুভেচ্ছার ডালি নিয়ে। তাতে প্রবাসে এবারের ঈদটা খারাপ যায়নি ক্রিকেটারদের।

পিবিএ/এমএস

আরও পড়ুন...