আনন্দ উৎসবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

পিবিএ ডেস্ক: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার দেশব্যাপী মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

তবে গতকাল রাতে ঈদের চাঁদ দেখা নিয়ে দেশবাসীকে দীর্ঘ অস্বস্তিতে পড়তে হয়, যা ঈদের আনন্দকে কিছুটা হলেও ম্লান করে দেয়।কেননা, চাঁদ দেখাও ঈদের আনন্দ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।ঈদের চাঁদ দেখে শিশু-কিশোর সহ রোজাদার নারী-পুরুষরা যে আনন্দ-উচ্ছাস প্রকাশ কেরন গতকাল সে সুযোগ থেকে তারা বঞ্চিত হন।প্রথমত, গতকাল মঙ্গলবার রাত প্রায় ৯টা পর্যন্ত পুরো দেশবাসীকে চাঁদ ওঠার খবর জানতে প্রতীক্ষার প্রহর গুণতে হয়।এরপর ধর্মপ্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এবং পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার।

চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সারাদেশের মানুষ পরের দিন অর্থাৎ বুধবার রোজা রাখার জন্য তারাবির নামাজ আদায় করেন।অনেক গৃহিনী সেহরির রান্না শেষ করে ঘুমিয়েও পড়েন।কিন্তু সবাইকে চমকে দিয়ে রাত সোয়া এগারোটার সময় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্মমন্ত্রী আবার ঘোষণা করেন যে, দেশের কয়েকটি স্থান থেকে আকাশে দাঁদ দেখা গেছে, তাই বৃহস্পতিবার নয়, ঈদ হবে বুধবার।তার নতুন ঘোষণা অনুযায়ীই আজ বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

রাজধানীতে ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন। উৎসবের আমেজে মুসলমানরা নতুন কাপড় পরে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দুটি বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ময়দান এবং খোলা মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের দিন সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেই সাথে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা পতাকায় সাজানো হয়েছে। টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র, ছোটমনি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উপযাপন করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র, ছোটমনি নিবাস, আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

এদিকে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...