আনসার সদস্যদের দাবি দাওয়ার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.)। এর আগে আনসার সদস্যদের দাবি দাওয়া নিয়ে তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি (ডিজি) বলেন, বৈঠকে আনসার সদস্যদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিগগির তাদের দাবি দাওয়ার সুষ্ঠু সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে আনেদালনরত আনসারের সাত সদস্যের প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছে। রোববার বিকাল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে নিয়ে যান। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলের একজন বলেন, আমাদেরকে বলা হয়েছে, আপনারা ভেতরে আসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের সঙ্গে কথা বলবেন। আমাদের দাবি পূরণ না হলে, কোনো আশ্বাসে তো আমরা আন্দোলন ছাড়ব না। জাতীয়করণ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বলেন, আনসারের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে এসেছেন। তারা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠক শেষ করেছেন।
টানা চতুর্থ দিনের মত আন্দোলন করেছেন আনসার সদস্যরা। সচিবালয়ের চারপাশ ঘেরাওসহ প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশের কারণে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এসময় সচিবালয় থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারেননি।