
নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দে আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী পবিত্র স্নানোৎসব। ইতোমধ্যে দেশ-বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে তিন কিলোমিটারব্যাপী তীর্থস্থানটি। হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানের মাধ্যমে আত্মশুদ্ধির মহোৎসবে অংশগ্রহণ করবেন।
পুণ্যার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ স্নান নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় তিন কিলোমিটারব্যাপী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। জাতীয় এই নিরাপত্তা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর ৪৭১ জন আনসার ও ভিডিপি সদস্য নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। আগামী ৩ থেকে ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই বাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নর জোরালো ভূমিকা রাখবেন।
এ উপলক্ষে বাহিনী সদর দপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী আনসার ও ভিডিপির নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক মোতায়েন ব্রিফিং প্রদান করেন। তিনি উল্লেখ করেন, লাখ লাখ পুণ্যার্থীর সমাগম মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাতে স্নানোৎসব নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এছাড়াও, স্থানীয় প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে আনসার-ভিডিপি সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে ধর্মীয় এই মহোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।