পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলে আন্তঃউপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইল প্রেস ক্লাব দল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামের চূরান্ত পর্বের খেলায় কালিহাতী প্রেস ক্লাবকে ৯ উইকেটে পরাজিত করে টাঙ্গাইল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে কালিহাতী প্রেস ক্লাব দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। অপর দিকে টাঙ্গাইল প্রেসক্লাব দল ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের ট্রফি প্রদান করেন। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া সংস্থার মির্জা মইনুল ইসলাম লিন্টু।
টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ টুর্নামেন্টে আয়োজন করা হয়। এতে জেলার ১০টি উপজেলা প্রেসক্লাব অংশ নেয়।
পিবিএ/এমআর/এমএসএম