আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

dhabi-chese-PBA

পিবিএ,ঢাবি: কুয়েটে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস ২০১৯ – এ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়।

সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৪ রাউন্ডের খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ২৯ শে মার্চ শুক্রবার প্রথম রাউন্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয় কে ৩.৫ – .৫ পয়েন্টে এবং ৩০শে মার্চ শনিবার পরবর্তী দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩ – ১ ব্যবধানে হারিয়ে পুরো আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়।

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা দল একই ইভেন্টের গত দু’আসরেই যথাক্রমে ১ম রানার আপ ও ২য় রানার আপ হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্বকারী ও বিজয়ী দলের পাঁচ সদস্যরা হলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজমেন্ট বিভাগের মোঃ ফজলে এলাহি রানা ও রেলিশ রংদি। ইংরেজী বিভাগের মোঃ বারেক আলী ও শামীম সোহানী এবং ইসলামের ইতিহাস বিভাগের মোঃ নাহিদ হাসান।

পিবিএ/এফএস

আরও পড়ুন...