আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার পেল ইবি’র দুই শিক্ষার্থী

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগ কতৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় দুই ইবি শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘বাঙালি, মুক্তিযুদ্ধ ও বিজয়গাঁথা’ শীর্ষক পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। এতে মোট ছয়টি পুরস্কারের মধ্যে দু’টি ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অর্জন করেছে। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদিয়া নিশাত বুশরা ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অন্তি খাতুন।

জানা যায়, সারাদেশের মোট নয়টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭৭ জন চারু শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । যথা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া আজ থেকে শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ।

অনুষ্ঠানে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় প্রতিযোগিতার উদ্ভোধন করেন দেশ বরেণ্য শিল্পী এমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, দেশ বরেন্য শিল্পী আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন। এছাড়াও অনুষ্ঠানের আলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পতাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুর এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পলেখক ও শিল্পী মইনুদ্দীন খালেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি ড. এ এইচ এম আক্তারুল ইসলামসহ বিভাগীয় শিক্ষকগণ যথাক্রমে মো: ইমতিয়াজ ইসলাম, তানিয়া আফরোজ, রফিকুল ইসলাম ও অনিন্দিতা হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. বজলুর রশীদ খান।

এসময় পুরস্কারপ্রাপ্ত ইবি শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, সারাদেশের সকল প্রতিযোগীদের মধ্যে আমরা মনোনীত হয়ে খুবই ভালো লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা খুবই নবীন। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। এ পুরস্কার আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

এদিকে নিজ বিভাগের এমন সাফল্যে খুশী ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। তিনি বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবের দিন। ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রে অবদান রেখেছে। অদ্যকার অর্জন আমাদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের জন্য একটা নতুন মাত্রা যোগ করবে।

এসময় তিনি এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনসহ বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

আরও পড়ুন...