নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে মেয়েদের ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ১৮-০৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
ছেলেদের ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ২১-১৮ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে যবিপ্রবি। এছাড়া মেয়েদের ইভেন্টে ইবিকে ৭-৩ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে চবি। পরে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, “তিনদিন ব্যাপী এই খেলায় আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার উজ্জীবিত হয়েছে। আমরা আশা করি হ্যান্ডবলের পাশাপাশি আরো অনেক খেলার আয়োজন করতে পারবো।”