আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করোনায় আক্রান্ত

পিবিএ,সীতাকুণ্ড: চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

সোমবার (৪ মে ২০) উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে করোনা ভাইরাসের ২৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে চট্টগ্রাম ২২ টি পজিটিভ পাওয়া যায়।এর মধ্যে সীতাকুণ্ডের উপজেলার কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক(৩৮) করোনা পজিটিভ আসে এবং তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি। এবং ঐ শিক্ষকের বাড়ি লক্ষীপুর। তিনি উপজেলার জোড়আমতল এলাকার মোমিন চৌধুরী’র বাড়িতে ভাড়া বাসায় থাকে বলে জানাযায় ।

এসময় খবর পেয়ে উপস্থিত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,সীতাকুণ্ড মডেল থানার ইনচার্জ জনাব ফিরোজ মোল্লা ও ইউপি সদস্যের উপস্থিতে দ্রুত আক্রান্তের এলাকায় গিয়ে ৪ টি বাড়ির ১০ পরিবারকে লকডাউন করা হয়।ঐ বাড়ি গুলোতে ৪০ জন সদস্য আছে বলে জানাযায়।প্রশাসনের নির্দেশে বাড়িটি লকডাউন করা হয় এবং তাকে চিকিৎসার জন্য বিআইটিআইডিতে ভর্তি করানো হয়।

সীতাকুণ্ডে এই নিয়ে চারজনের শরীরে করোনা ভাইরাস সংক্রামন ধরা পড়ে।এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের প্রধান কর্মকর্তা ডাক্তার মোঃ নুরউদ্দিন রাশেদ বলেন, আক্রান্ত ব্যক্তি গত ৩০ এপ্রিল শরীরে জ্বর, সর্দি ও কাঁশি উপশম নিয়ে নিজে ফৌজদারহাট বিআইটিআইডিতে গিয়ে ভর্তি হন। ৬দিন পর তার শরীরে করোনার পজেটিভ রির্পোট আসে।

এলাকায় করোনা ভাইরাসের শনাক্তের পর সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
পিবিএ/মোঃ মামুনুর রশিদ মাহিন/এএম

আরও পড়ুন...