পিবিএ,বেনাপোল: আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৯ উপলক্ষে শনিবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জনাব মোঃ শওকাত হোসেনের সভাপতিত্বে ও বেনাপোল কাস্টমসের যুগ্ন কমিশনার শাকিলা পারভীনের সঞ্চালোনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (যশোর-১) আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, জনাব আবদুল হক, চেয়ারম্যান অর্থ মন্ত্রালয় সম্পর্কিত, মফিজুর রহমান সজন, সভাপতি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সিনিয়ার সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ন সম্পাদক আলহাজ্ব মহসিন মিলন, আমদানি ও রফতানি কারকরা , বেনাপোল কাস্টমসে কর্মরত কর্মকর্তাগন সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধিরা।
এর আগে প্রধান অতিথি আলহাজ্ব আফিল উদ্দিনের নেত্বর্তে বিশাল এক আনন্দ শোভা যাত্রার মিছিল বেনাপোল কাস্টমস হাউজ থেকে বের হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে আবার কাস্টমস হাউজে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে প্রধান অতিথি বেনাপোল কাস্টমস শিক্ষন ফোরাম আয়োজিত অনুষ্টানে ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতারণ করেন।
পিবিএ/এনইউ/এফএস