পিবিএ স্পোর্টস ডেস্ক: ইংলিশ তারকা সারা জেন টেলর এখন সাবেক ইংলিশ তারকা। গতকাল হঠাৎ করেই সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সারা। সারার অবসরের কথা জানিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে জানিয়েছে, সারা গত কয়েক বছর ধরে বিষন্নতায় ভুগছিলেন এবং এটি তাকে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার অন্যতম প্রধান কারণ। বিষন্নতার দরুণ তিনি এই কয়েক বছর ঠিকমতো খেলাকে উপভোগ করতে পারছিলেন না।
নিজের অবসর নিয়ে সারা বলেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত বটে, তবে আমি জানি আগামী দিনগুলোয় আমার নিজের ও নিজের স্বাস্থ্যে জন্য এটি সঠিক সিদ্ধান্ত।’ এ সময়ে নিজের সতীর্থ ও বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘আমার অতীত ও বর্তমানের জন্য আমি আমার সতীর্থদের ও ইসিবিকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, তাদের সমর্থন ও বন্ধুত্বের কারণে। ‘
২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হন সারা জেন টেলর। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৫৫৩ রান করেন । যা কিনা ইংলিশ নারিদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ৷ তবে ব্যাটিংয়ের জন্য নয় বরং দারুণ কিপিংয়ের জন্যই তিনি অধিকতর সমাদৃত হয়েছিলেন। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ২৩২ টি ডিসমিসালের মালিক তিনি। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি সুন্দর রূপের সুবাদে তিনি একজন মডেল হিসেবেও পরিচিতি পান।
পিবিএ/বাখ