আন্তর্জাতিক লোক সংগীত উৎসব ২০১৯

পিবিএ ডেস্ক: ‘আন্তর্জাতিক লোক সংগীত উৎসব’ বা ফোক ফেস্টের পঞ্চম আসর বসতে যাচ্ছে নভেম্বর মাসে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ১৪ নভেম্বর থেকে শুরু হবে এই আয়োজন। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়াকমের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু। তিন দিনে কারা কারা সংগীত পরিবেশন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‘আয়োজনের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে।

আয়োজনে দেশ-বিদেশের কোন কোন শিল্পী অংশগ্রহণ করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই এগুলো চূড়ান্ত হবে। তাছাড়া রেজিস্ট্রেশনের বিষয়টিও জানানোর বিষয় রয়েছে।’

বরাবরের মতো এবারও সন্ধ্য ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আয়োজন চলবে বলে আশা করা যাচ্ছে। ফোক ফেস্টের প্রধান পৃষ্ঠপোষক সান ফাউন্ডেশন।

পিবিএ/সজ

আরও পড়ুন...