পিবিএ,ইবি: বেইজিংয়ে ‘এশিয়ান সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
জানা যায়, সেখানে তিনি ‘এশিয়ান সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানবজাতির জন্য একটি যৌথ ও সমন্বিত ভবিষ্যতের এক সম্প্রদায় নির্মাণ’ শীর্ষক আন্তর্জাতিক ফোরামে যোগদান করবেন। আগামী ১৯ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফোরামে যোগদানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বলেন, আমি এই বেইজিং ইভেন্ট এবং চীনের জনগণের এক বিশ্ব এক সম্প্রদায় গঠনের উদার মনোভাবের প্রশংসা করি।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি বৃহত্তর আঞ্চলিক যোগাযোগের গুরুত্বের উপর বিশ্বাস করেন যা মানবজাতির যৌথ ও উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এক মানবসম্প্রদায় গড়ে তোলার কার্যকর উপায় হতে পারে।
পিবিএ/এএন/আরআই