আন্দোলনকারীদের সঙ্গে আ’লীগের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১২

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির সাথে আওয়ামীলীগ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে খাগড়াছড়ি।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্ত্বরে যান চলাচল বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যানারে থাকা শতাধিক শিক্ষার্থীরা।

এক পর্যায়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জড়ো আওয়ামীলীগ,ছাত্রলীগ-যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ করে পৌরসভার সামনে ব্যারিকেট দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আন্দোলনকারীরা স্লোগান দিলে দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়। পরে আন্দোলনকারী ও আওয়ামীলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এক পর্যায়ে তা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় সংঘাতে জড়ায় উভয় পক্ষ। দলীয় নেতাকর্মীদের ধাওয়া খেয়ে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এদিকে ভাঙ্গাব্রীজ এলাকায় অবস্থানকারীদের সাথে যুক্ত হয় বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে তারাও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের উপর পাল্টা হামলা চালাতে ধাওয়া করে।

ফলে ধাওয়া-পাল্টা ধাওয়াস্থল হয়ে উঠে রণক্ষেত্রের ময়দানে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকান পাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। সংঘর্ষের সময় দু’পক্ষ ইটপাটকেল,রটসহ দেশীয় তৈরী দা,কিরিস নিয়ে হামলায় জড়ায়।

এ ঘটনায় বাংলা ভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি এইচএম প্রফুল্ল,ভোরের কাগজের খাগড়াছড়ি প্রতিনিধি শংকর চৌধুরীসহ ছাত্রলীগের ৫ জনের অধিক কর্মী ও অপর পক্ষের ৫ ব্যক্তি আহতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং, শহীদ কাদের সড়কসহ আশপাশে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল ও দোকানপাট। এ সংঘর্ষ চলে প্রায় দেড়টার বেশি সময় ধরে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন ও জেলা আওয়ামীলীগের সদস্য শামীম চৌধুরী অভিযোগ করে জানান, আন্দোলনকারীর মোরকে বিএনপি জামাত সন্ত্রাসীরা খাগড়াছড়িতে অরাজকতা সৃষ্টির জন্য পরিকল্পিত ভাবে এই হামলা চালায়। এতে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আহত হয়। ভাংচুর করা হয় দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান,এ সময় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি বাহন ভাংচুর করার অভিযোগ এনে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক মনির হোসেন এ হামলার জন্য বিএনপি-জামাতকে দায়ী করে দুস্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বিএনপি-জামাত উস্কানী দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানোর অভিযোগ করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম বলেন, জনগণের জানমালের ক্ষতি কারো কাম্য নয়। সংঘাতের মধ্য দিয়ে দেশের ক্ষতি না করে শান্তির পথে ফিরে না আসলে তার ব্যবস্থা নিতে প্রশাসন রয়েছে বলে জানান।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ওসি মো: তানভীর হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। ঘটনার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে বলেও তিনি হুশিয়ারী জানান।

আরও পড়ুন...