বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ৮৬৭ শিক্ষার্থী দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন। এছাড়া দেশের ১০টি সিএমএইচে মোট ২৫৩৩ জন আহত শিক্ষার্থী চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন।
শনিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে মোট ২৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন।
এরমধ্যে ৮৬৭ জন আহত শিক্ষার্থী বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন এবং অবশিষ্ট শিক্ষার্থীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর রয়েছে।