স্থগিতের বিপক্ষে অধিকাংশ ছাত্ররা, আন্দোলন চলবে

নিরাপদ সড়কের দাবীতে বুধবার সকালেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা

পিবিএ, ঢাকা: পিবিএ, ঢাকা: ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের সাথে বৈঠকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা সাত দিনের জন্য নিরাপদ সড়ক আন্দোলন স্থগিত করলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছ।

এই আন্দোলনের অন্যতম নেতা, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার হাবিব ঘোষণা করেন, আমরা শুধু আজকের জন্য সন্ধ্যা সাতটার সময় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছি, কিন্তু আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আমাদের আন্দোলন আবার শুরু হবে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, ‌‌একটি গ্রুপ সাত দিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা করলেও আমরা আন্দোলন স্থগিত করবো না।”

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হলে ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে যোগ দেয়। সেই সাথে বেশ কয়েকটি কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। তারা গতকাল থেকেই সুপ্রভাত সহ জাবালে নূর বাস সার্ভিস বন্ধ, ঘাতক চালকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুট ওভারব্রীজ নির্মাণ সহ ১২ দফা দাবী পেশ করে। বিইউপির শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও এসব সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। তারা
দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছ। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষার্থীরা আজ রাতের মধ্যে দাবী মেনে নেয়ার আল্টিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্য দাবী মানা না হলে আগামীকাল থেকে আবারো শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে মেয়রের সাথে বৈঠকে অংশগ্রহণকারী ১০ সদস্যের ছাত্র প্রতিনিধিদের মুখপাত্র ফয়সাল এনায়েত জানান, মেয়রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস পাওয়ার পরই তারা আন্দোলন স্থগিত করেছেন। বৈঠকে ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...