এক দফা দাবিতে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত মোড় অবরোধ করে রাখার পর অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের এক দফা দাবিটি ছিল—
সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।