পিবিএ,স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেলো শিরোপার দাবিদার দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জয় অধরাই রয়ে গেলো আফগানিস্তানের কাছে। আগে ব্যাটিয়ে নামা আফগানদের ইনিংসে বৃষ্টি বাধা দেয়। দুই ওভার কমিয়ে ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। ৩৪.১ ওভারে অলআউট হওয়ার আগে আফগানরা তোলে ১২৫ রান। বৃষ্টি আইনে ৪৮ ওভারে প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় ১২৭। জবাবে, ২৮.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রোটিয়ারা। হাতে বল বাকি ছিল আরও ১১৬টি।
আফগান দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং নুর আলি জাদরান তুলে নেন ৩৯ রান। জাজাই ২২, নুর আলি ৩২ রান করেন। ৯ নম্বরে নেমে রশিদ খান ২৫ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৩৫ রান। দুই ওপেনার আর রশিদ খান ছাড়া আরও কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
প্রোটিয়া স্পিনার ইমরান তাহির ৭ ওভারে ২৯ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ক্রিস মরিস ৬.১ ওভারে ১৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। আন্দেইল ফেলুকাওয়ো ৮ ওভারে ১৮ রান দিয়ে পান দুটি উইকেট। কেগিসো রাবাদা একটি উইকেট পেলেও উইকেট পাননি বেহেরন হেরড্রিকস।
১২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১০৪ রান তুলে নেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। ২৩তম ওভারে গুলবাদিন নাইবের বলে আউট হওয়ার আগে ডি কক ৭২ বলে আটটি বাউন্ডারিতে ৬৮ রান করেন। হাশিম আমলা ৮৩ বলে চারটি বাউন্ডারিতে ৪১ রান করে অপরাজিত থাকেন। আন্দেইল ফেলুকাওয়ো ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
পিবিএ/বাখ