
চলমান বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে আজ নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই হারে কিছুটা ফ্যাকফুতে বাবর আজমের দল। আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না তারা।
সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় ও দুই পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট সংখ্যা চার। টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে দলটি।
দুর্ভাগ্যবশত, হাঁটুর ইনজুরির কারণে ছিটকে পড়েছেন ফখর জামান। যা করাণে দলটির ওপেনিং কম্বিনেশনে আবদুল্লাহ শফিক এবং ইমাম উল হকেই দেখা যাবে। ইমাম ও আবদুল্লাহ দুজনেরই লক্ষ্য থাকবে ওপেনার হিসেবে তাদের দুর্দান্ত ব্যাটিং ফর্ম অব্যাহত রাখা।
তিন নম্বরে সবার দৃষ্টি থাকবে পাক কাপ্তান বাবর আজমের দিকে। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান চার নম্বরে খেলবেন। পাঁচে-ছয়ে আজও থাকছেন সৌদ শাকিল এবং ইফতিখার আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮২ রান দেয়া উসামা মীর আজ আরেকটা সুযোগ পেতে পারেন বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে গত দুই ম্যাচে উইকেটহীন থাকা মোহাম্মদ নওয়াজের জায়গায় শাদাব খানকে ফিরিয়ে আনতে পারে টিম পাকিস্তান। এছাড়া হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলীদের নিয়ে থাকবে পাকিস্তানের পেস আক্রমণ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ/শাদাব খান, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহীন আফ্রিদি।