আফগানিস্তানের বিপক্ষে ফিরলেন তাসকিন

পিবিএ,ঢাকা: চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে যথারীতি আছেন সাকিব আল হাসান।

অনেকদিন পর জাতীয় দলে সুযোগ হয়েছে পেসার তাসকিন আহমেদ এবং তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের।

ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত একটি বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে টেস্ট ম্যাচ দিয়েই দলে ফিরলেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ছুটিতে থাকায় ওপেনার হিসেবে খ্যাত সৌম্য সরকার এবং লিটন কুমার দাস দুজনেই সুযোগ পেয়েছেন। তবে সৌম্যর সম্ভাব্য ওপেনিং সঙ্গী হতে যাচ্ছেন সাদমান ইসলাম। কিন্তু তামিমের অনুপস্থিতিতেও জাতীয় দলে সুযোগ করে নিতে পারলেন না অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...