আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়লেন মোস্তাফিজ

পিবিএ,ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে বাদ পড়েছেন দলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। সব ফরম্যাটের ক্রিকেটে বর্ণিল এই খেলোয়াড়ের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দলে না থাকটা ছিল অবাক করার মতোই। তাই আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাটার মাস্টারের দলে না থাকার কৈফিয়ত দিতে হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।

প্রধান নির্বাচক বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পে পিঠে ব্যথা পেয়েছে মোস্তাফিজ। যেহেতু একটি মাত্র টেস্ট, এরপর সাদা বলে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ এবং সামনে ভারত সফর আছে। তাই মোস্তাফিজকে নিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।’

এদিকে ইমরুল কায়েস সম্পর্কে নান্নু বলেন, ‘ইমরুল কায়েসের ছেলের ডেঙ্গু। তামিমের বিকল্প হিসেবে সে-ই ছিল আমাদের প্রথম পছন্দ। কিন্তু ছেলেকে নিয়ে এখন খুব ঝামেলায় আছে সে। প্র্যাকটিস ম্যাচও খেলতে পারেনি। তাই তাকে দলের বাইরে রাখা হয়েছে।’

ইমরুল না থাকায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে খুব সম্ভবত দেখা যাবে সৌম্য সরকারকেই। লিটন কুমার দাসেরও ওপেনিংয়ের অভিজ্ঞতা আছে। তবে যদি বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খেলেন, সেই সম্ভাবনা নেই বললেই চলে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...