আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত

পিবিএ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জন।

ন্যাটো অফিস ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির

নিহতদের মধ্যে দু’জন সামরিক এবং বাকিরা বেসামরিক লোক। একজন ন্যাটো মিশনের সদস্য, তিনি রোমানিয়ান সেনাবাহিনীর। সামরিক আরেক ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য।

তালেবান এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...