আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা : নিহত ৩৫

পিবিএ ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে দেশটির সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।

সোমবার প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এই ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেন, ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছেন। মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠানস্থল আক্রান্ত হয়।

প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল মজিদ আখুন্দ জাদাহ বলেন, হামলায় ৪০ জন নিহত হয়েছেন; তাদের সবাই বেসামরিক নাগরিক।

পিবিএ/ইকে

আরও পড়ুন...