পিবিএ ডেস্ক: আফগানিস্তানে মার্কিন সেনাসহ স্থানীয় আফগান সৈন্য এবং তালেবান সন্ত্রাসীদের যুদ্ধাপরাধ তদন্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক আদালতে হওয়া মামলা খারিজ হওয়ায় এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছেন সংস্থাটির প্রধান কৌঁসূলি ফাতোয়া বেনসৌদা।
গতকাল (শুক্রবার) ১৭ পৃষ্ঠার আপিল ডকুমেন্ট আদালতে জমা দিয়েছেন বেনসৌদা। এ বিষয়ে শিগগিরই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা এবং বাজেট ইস্যুকে অজুহাত তুলে গত এপ্রিলে আদালত এ মামলা খারিজ করে দেন।
বেনসৌদা বলেন, কোনো তদন্ত আটকে দেয়ার আদালতের সিদ্ধান্ত কেবল কোনো তদন্তের ফলাফলকেই প্রভাবিত করে না বরং এটি চলমান মামলা প্রক্রিয়ার ওপরও প্রভা্ব বিস্তার করার সম্ভাবনা রয়েছে।
আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলির করা আবেদন গত ১২ এপ্রিল নাকচ করে দেয় সংস্থাটির বিচারক প্যানেল। যুক্তি হিসেবে তারা বলেন যে এ মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় জড়িত পক্ষগুলো যেমন মার্কিন সেনা, আফগানিস্তানের সরকারি বাহিনী এবং তালেবান সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার সম্ভাবনা থাকায় ন্যায় বিচারের স্বার্থ রক্ষা করবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ রায়কে স্বাগত জানিয়ে বলেছিলেনে, এ রায়ের ফলে ‘শুধু এই দেশপ্রেমিকদেরই নয়, আইনের শাসনেরও বিজয় হয়েছে।’এক বিবৃতিতে ট্রাম্প আইসিসিকে ‘অবৈধ’ বলেও আখ্যায়িত করে বলেছিলেন, তাদের বিরুদ্ধে ‘দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া’ দেখানো হবে, যদি তারা যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করে।
সূত্র: পার্স টুডে
পিবিএ/এএইচ