পিবিএ ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে মঙ্গলবার একটি যৌথ সেনা ক্যাম্পে তালেবান জঙ্গিদের হামলায় ৭ আফগান সেনা নিহত এবং আরও ছয় নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বলখের দাওলাত আবাদ জেলায় আফগান ন্যাশনাল আর্মি (এএনএ) এবং ন্যাশনাল ডাইরেক্টরয়েট অব সিকিউরিটি (এনডিসএস) এর যৌথ সেনা ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে এনএনএ’র সাত সৈন্য নিহত হয়েছেন। যদিও এর আগে একজন প্রাদেশিক কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যের নিহত হওয়ার কথা বলেছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাকারীদের মধ্যে হতাহতের কথা বলা হয়নি। কিন্তু প্রাদেশিক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, হামলাকারীদের মধ্যেও কয়েকজন হতাহত হয়েছে।
পাশের কুন্দুজ প্রদেশে সোমবার তালেবানের হামলায় একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে।
পিবিএ/এমএসএম