আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত ৪০

পিবিএ,ডেস্ক: আফগানিস্তানে একটি স্থানীয়ভাবে খননকৃত সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ৪০ জন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্থানীয় লোকজন সোনার খনিটি খনন করে স্বর্ণ অনুসন্ধান চালাচ্ছিল।

গতকাল রবিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাক্ষণ প্রদেশের কোহিস্তান জেলায় এ ঘটনা ঘটে।

জেলা গভর্নর মোহাম্মদ রুস্তমের বরাতে আলজাজিরা বলছে, গ্রামের লোকেরা সোনার খোঁজে ২০০ ফুট গভীরের খনন করেন।

যখন খনির দেয়াল ধসে পড়ে তখন আহত ও নিহতরা ভেতরেই ছিলেন। খনির দেয়ার ধসের কারণ স্পষ্ট নয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...