পিবিএ,খেলাধুলা: আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ক্যাম্প থেকে ছাটাই করে আজ চুড়ান্ত দল ঘোষণা করলো আফগানরা। দলে বড় চমক ৩ বছর পর দলে ফেরা পেসার হামিদ হাসান।
এর আগে গত ৬ এপ্রিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান। পচেফস্ট্রুমে সেই প্রাথমিক স্কোয়াডের দুই সপ্তাহের ট্রেনিং ক্যাম্প শেষে আজ সেখান থেকে বাছাই করে ১৫ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে আফগানরা।
দলের যথারীতি নেতৃত্ব দেওয়া হয়েছে কিছুদিন আগে দায়িত্ব পাওয়া গুলবাদিন নাইব। আর সহ অধিনায়কত্ব করবেন লেগ স্পিনার রশিদ খান। উল্লেখ্য, আফগানদের দল ঘোষনায় বিশ্বকাপে অংশগ্রহণ করা ১০ দেশের মধ্যে একমাত্র উইন্ডিজ ছাড়া সব দেশেই ইতোমধ্যেই দল ঘোষণা করেছে।
আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডঃ গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আজগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রাশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।
পিবিএ/এমএস