ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে দক্ষিণ আফ্রিকার অবস্থা এমনিই ছিল নাজেহাল। এর মধ্যেও স্বাগতিকদের শেষ ভরসা হয়ে ছিলেন ডেভিড মিলার। তাকেও ফিরিয়ে দিলেন তাসকিন। এরপর পেলেন পাঁচ উইকেটের দেখা।
২৯তম ওভার করতে আসা তাসকিন ওভারের তৃতীয় বলটা করেছিলেন খানিকটা খাটো লেন্থে। তাতেই ব্যাট ছুঁইয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন মিলার। তার বিদায়ে লড়াকু রানের আশার আলো নিভু নিভু হয় আরও।
মিলারের বিদায়ের দুই বল পর তাসকিন ফেরান রাবাদাকেও। অফস্টাম্পের বাইরে বলটা ফেলেছিলেন তিনি। তাতে রাবাদা ড্রাইভ করতে চেয়েছিলেন। তবে তার সে চেষ্টা আর সফল হয়নি। বলটা তার ব্যাটের কোণা ছুঁয়ে গিয়ে জমা পড়ে মুশফিকের হাতে।
বিস্তারিত আসছে…