পিবিএ ডেস্ক: আফ্রিকার নাইজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরের কাছে একটি জ্বালানী বোঝাই ট্র্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যাওয়ার পর সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়। এ সময় কোনো কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় রোববার রাতের এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
রবিবার মধ্যরাতে রেল লাইনের উপর ট্রাকটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়। এ সময় কারও হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মটোরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
পিবিএ/এফএস