আফ্রিকায় প্রতিবছর নতুন রানি!

পিবিএ,ঢাকা: আফ্রিকার সোয়াজিল্যান্ডের দক্ষিণ অংশে এই ছোট্ট দেশটা সোয়াজি উপজাতি অধ্যুষিত। দেশের সিংহাসনে আসীন রাজা তৃতীয় সোয়াতি | প্রচলিত রীতি হল‚ বছরের নির্দিষ্ট সময়ে রাজা নতুন রানি বেছে নেবেন |

সারাবিশ্বে এই রীতি নিন্দনীয় হলেও সোয়াজিল্যান্ডে কোনও পরিবর্তনের চিহ্ন নেই | সোয়াতি তৃতীয়-র বাবা রাজা দ্বিতীয় সোভুজারের ছিলেন ১২৫ জন রানি | গত বছর ১৫ জন স্ত্রী‚ ৩০ জন কচিকাঁচা এবং শতাধিক পরিচারক নিয়ে ইন্ডিয়া আফ্রিকা সামিটে এসে ভারতে অতিথি হয়ে ছিলেন রাজা তৃতীয় সোয়াতি‚ নিজে | তিনি বিশ্বের ধনকুবের শাসকদের মধ্যে অন্যতম | তথ্যসূত্র: ইন্টারনেট।

পিবিএ/ইকে

আরও পড়ুন...