আফ্রিদিকে নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর

পিবিএ,খেলাধুলা: এক সময় তারা ছিলেন ক্রিকেট মাঠের শত্রু। এবার প্রকাশ্য শত্রুতায় রূপ নিয়েছে শহীদ আফ্রিদি আর গৌতম গম্ভীরের সম্পর্ক। পাকিস্তান আর ভারতের এই দুই সাবেক ক্রিকেটারের মধ্যে ‘সাপে-নেউলে’ সম্পর্কটা সাম্প্রতিক সময়ে সীমার বাইরে চলে গেছে।

এমনিতেও টুকটাক সমস্যা ছিল। কিন্তু এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে সম্প্রতি আফ্রিদি তার আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশ করার পর। এতে ভারতের সাবেক ওপেনার গম্ভীরকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। আফ্রিদি তার আত্মজীবনীতে গম্ভীরকে নিয়ে লিখেছেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু শত্রুতা পেশাদারিত্বের। প্রথম ব্যাপারটা গম্ভীরের মধ্যে অস্বাভাবিকভাবে আছে। ওহে নিচু মানসিকতার গম্ভীর! সে এবং তার মধ্যে আচরণগত সমস্যা আছে।’

ভারতের সাবেক এই ওপেনারকে নিয়ে তিনি আরও লিখেছেন, ‘তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই। ক্রিকেটের মতো গ্রেট খেলায় তার মতো চরিত্র কদাচিৎ দেখা যায়। তার কোনো গ্রেট রেকর্ড নেই, আছে শুধু অনেক অনেক অহংবোধ। করাচিতে আমরা তার মতো ছেলেদের বখাটে বলি। এটা খুব সহজ ব্যাপার। আমি হাসিখুশি, ইতিবাচক মানুষদের ভালোবাসি। আপনি আগ্রাসী কিংবা প্রতিদ্বন্দ্বিপূর্ণ কিনা, এটা কোনো ব্যাপার নয়। আপনাকে অবশ্যই ইতিবাচক হতে হবে, গম্ভীর সেটা নয়।’

আত্মজীবনীতে আফ্রিদির এমন কথা শোনার পর ভীষণ খেপেছেন সম্প্রতি রাজনীতিতে যোগ দেয়া গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তানের সাবেক অধিনায়ককে ইঙ্গিতে এবার পাগলই বলে বসেছেন তিনি। গম্ভীর তার টুইটে জবাব দিয়েছেন এভাবে, ‘আফ্রিদি একজন হাস্যকর মানুষ। যাই হোক, আমরা এখনও পাকিস্তানিদের মেডিকেল চিকিৎসার জন্য ভিসার অনুমোদন দেই। আমি তোমাকে ব্যক্তিগতভাবে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব।’

পিবিএ/এমএস

আরও পড়ুন...