আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ

পিবিএ, জামালপুর : ভারতের সাথে দেশ বিরোধী অসম চুক্তি বাতিল ও বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় স্টেশনবাজারের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচির পালিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী।

বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী বলেন, দেশে অরাজকতা চলছে। দেশ বিরোধী চুক্তি হচ্ছে। মেধাবী ছাত্রদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সরকার এখন কিছুই নিয়ন্্রতণ করতে পারছে না।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল খানায় কেমন আছেন আপনারা তা জানেন না, জানলে কেউ আর ভাত খেতে পারতেন না। দেশনেত্রীকে মুক্তি করতে হলে এভাবে আমাদের বসে থাকলে চলবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। সেজন্য সবার রাজপথে নামতে হবে।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, মো. আমজাদ হোসেন, সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ অংশ নেয়।

পিবিএ/রাজন্য রুহানি/ইকে

আরও পড়ুন...