আবরার হত্যার প্রতিবাদে উওরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল


পিবিএ,ঢাকা: ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের (২১) হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রাজধানীর উওরায় কেন্দ্রীয় ছাত্রদলের থানায় থানায় বিক্ষোভ মিছিল ঘোষণা করে।

বিক্ষোভ মিছিল সফল করার লক্ষে উত্তরায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্মআহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য সাবেক সহসম্পাদক এস এম মামুন হাশেমী দিপু, প্রতিষ্ঠাতা যুগ্মআহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য সাবেক সহসম্পাদক আকন মামুন, আশা ইউনির্ভাসিটির সভাপতি সারোয়ার আলম, অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাজিবুল ইসলাম বিন্দু, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোবারক মিতুল, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সভাপতি শরিফ মজুন্দার, সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্মসম্পাদক কাওছার আহম্মেদ রনি, রিসালাত আহম্মেদ সজিব, সাইদুর রহমান রতন, যুবায়ের তুহিন, আবদুল আওয়াল, সহসাধারণ সম্পাদকঃ আরাফাত সিদ্দিকী, পারবেজ হোসাইন, তারেকুল ইসলাম খান, আরাফাত লিয়ন, তাহসিন সাগর, রিয়াজ হোসেন, সহসাংগঠনিকঃ আরিফ বিল্লা, শিশির কানন, জাহিদ, জারিফ চৌধুরী, মাহামুদুর হাছান তুহিন, ইস্তিয়াক আহম্মেদ অভি, সাইদ, রাবিদ, নাইম,আলিফ সহ শতাধিক নেতাকর্মী।

মারুফ সরকার/ইকে

আরও পড়ুন...