পিবিএ ডেস্ক: ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের। এবার বাঁ হাটুর ইনজুরিতে পড়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারছেন না আক্রমণভাগের এই খেলোয়াড়।
চলতি মাসের মাঝামাঝিতে নিজেদের মাঠে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল দল। পিএসজি থেকে ফিরে রিও ডি জেনেরিওর গ্রাঞ্জা কোমারি ট্রেনিং সেন্টারে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন নেইমার। কিন্তু মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনের সময় কুড়িয়ে কুড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ব্যথা অনুভব করছিলেন বা হাঁটুতে। ইনজুরির কারণে দুই দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
তবে গত দুই দিন অনুশীলনে না গেলেও একা একা জিমে সময় কাটিয়েছেন নেইমার। কোপা আমেরিকার ঠিক আগে নেইমারের ইনজুরি ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা হয়েই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৪ জুন উঠবে কোপা আমেরিকার পর্দা। প্রথম ম্যাচেই স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া।
ইনজুরির কারণে ক্লাব ফুটবলে সদ্য সমাপ্ত মৌসুমে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হারে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। এপ্রিলে মাঠে ফেরার পর পিএসজির হয়ে মাত্র চারটি ম্যাচ খেলতে পেরেছেন মাত্র চারটি ম্যাচ।
পিবিএ/আরআই