পিবিএ ডেস্ক: অভিনব চোখের কাঁপুনিতে নিযুত দর্শকের দৃষ্টি কেড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়া প্রকাশ। তার মোহনীয় চাহনি আর ভুবন জোড়ানো হাসিতে পাগলপ্রায় তরুণ হৃদয়। আবারও হৃদয়কাড়া চোখের কারুকার্য নিয়ে সবার সামনে হাজির হয়েছেন এই সুদর্শনী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৯ সালে ভালোবাসা দিবসে মালয়ালাম ছবি ‘অরু আদার লাভ’-এর একটি দৃশ্য ঝড় তোলে অন্তর্জালে। ওই দৃশ্যে দেখা যায়, এক স্কুলছাত্রী ক্লাসরুমে বসে সহপাঠী স্কুলবালককে অভিনব ভঙিমায় চোখ মারেন। ওই তরুণীর দুর্দান্ত সব অঙ্গভঙ্গি রীতিমতো ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ভিডিওর এক বছরের মধ্যে আবারও চোখ মেরে আলোচনায় এলেন প্রিয়া। তার ওই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। টুইটারে প্রিয়ার নতুন ভিডিওটি দেখে তার গ্লামারের প্রশংসায় আবারও মেতে উঠেছেন নেটিজেনরা।
উল্লেখ্য, এক চোখের ক্যারিশমাতেই গত বছর গুগল সার্চে শীর্ষে স্থান করে নেন প্রিয়া। গুগলে তিনি ছিলেন বছরজুড়ে সবচেয়ে কাঙ্ক্ষিত চরিত্র।
পিবিএ/বিএইচ
— Renu chouhan (@Renu7chouhan) December 31, 2019