আবারও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী নিহত

নিহত
প্রতীকী ছবি

পিবিএ ডেস্ক: এক সপ্তাহের মধ্যে আবারও দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত নাজমুল ফেনীর দাগনভূইয়া উপজেলার উত্তর শ্রীধরপুর গ্রামের হোসেন সেরাং বাড়ির আবদুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে।

শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে নিহতের বাবা রাজ্জাক জানান।

তিনি বলেন, পাঁচ বছর আগে বিপ্লব দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে এলডেরাডো পার্কের একটি দোকানে কাজ করতো নাজমুল ।

“শনিবার রাত ৮টার দিকে স্থানীয় কৃষ্ণাঙ্গ দোকানে হামলা চালায়। এ সময় বিপ্লব বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মালামাল লুট করে পালিয়ে যায়।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিল্পবকে মৃত ঘোষণা করেন।”

পরে সেখানে থাকা মো. মিলন নামে এক বাংলাদেশি তাকে ফোন করে ছেলের মৃত্যুর খবর জানিয়েছে বলে রাজ্জাক জানান।

দাগনভূইয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জানান, বিপ্লবের লাশ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংদেশের দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

এর আগে গত ২৭ জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ফেনী শহরের মধ্যম চাড়িপুর এলাকার এয়ার আহমদ ভুঁইয়ার ছেলে মোহাম্মদ শাহ্পরাণ নিহত হন।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...