আবারও সিসিইউতে খালেদা জিয়া

রাজধানী ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালের সিসিইউ-সংবলিত কেবিন থেকে মূল সিসিইউতে নেওয়া হয়। গত কয়েক দিন তিনি সিসিইউ-সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া কথা জানান।

৮ জুলাই ভোররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন ও সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে।’

আরও পড়ুন...