পিবিএ,নোয়াখালী: আবরও নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৩ সন্তানের জননীকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। গণধর্ষণের ঘটনায় ৩ আসামীকে শুক্রবার (৩১মে) বিকালে হাতিয়া থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে হেমায়েত পুর চরআমানতপুর গ্রামের হাসান হাওলাদরের ছেলে সাহাব উদ্দিন,অজি উল্যার ছেলে জামাল উদ্দিন,মৃত আবদুল মান্নানের ছেলে আলমগীর ,জানা যায় উপজেলার চানন্দী ইউনিয়নের চর আমানত পুর গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে আসে পার্শ্ববর্তী গ্রামের আশিক উল্লার স্ত্রী।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম জানান, বুধবার রাত ২টায় একই গ্রামের সাহাব উদ্দিন ,জামাল মাঝি ও আলমগীর তার বাবার বসত ঘরে প্রবেশ করে । এ সময় ঘরে কোন পুরুষ মানুষ ছিলনা। প্রথমে তাদের সাথে ধস্তাধস্তি হয়। পরে তাকে মারধর করে পালাক্রমে গণধর্ষণ করে চলে যায় সন্ত্রাসীরা ।
মোরশেদ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে বলেন, এ ঘটনায় ভিকটিমের মা জাবেদা বেগম বাদী হয়ে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামীকে গ্রেফতার করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাঈমা জানান,গৃহবধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার চিকিৎসা চলছে।
পিবিএ/ইএনই/আরআই