পিবিএ ডেস্ক: এশিয়ার মধ্যে অন্যতম আবেদনময়ী নারী হিসেবে বিবেচনা করা হয় নিয়া শর্মাকে।এশিয়ায় ২০১৭ সালে যৌনাবেদনময়ী নারীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিয়া শর্মার উপস্থিতি মানেই যেন উষ্ণতার আতিশয্য। এবার এক পার্টিতে এসেও নিজের নামের প্রতি সুবিচার করতে ভুল করেননি তিনি।
ভারতীয় গনমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি দীপাবলি উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ ও গুরু রাধাঁবা আয়োজিত পার্টিতে যোগ দেন নিয়া। খোলামেলা পোশাকে নিয়াকে এ সময় মোহনীয় ভঙ্গিতে ফটোশুটে অংশ নিতে দেখা যায়।
আকর্ষণীয় ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আসামাত্রই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এটি এরই মধ্যে এক লাখ ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি ১৪ হাজারের বেশি লাইক সংগ্রহ করেছে। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান অনেকেই। একজন লেখেন, ‘সুন্দর দেখাচ্ছে।’ আরেক নেটিজেন লেখেন, ‘তাঁর আরো সমর্থন দরকার।’
ইনস্টাগ্রামে প্রকাশ হওয়া আরেকটি ভিডিওতে নিয়াকে দুর্দান্ত ভঙ্গিতে কোমর দোলাতে দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি :
‘কালি : এক অগ্নিপরীক্ষা’, ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’, ‘জামাই রাজা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন নিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। খোলামেলা পোশাক আর স্টাইলের নতুনত্বে প্রায়ই অন্তর্জালবাসীর মন কেড়ে নেন ২৮ বছরের নিয়া। আগামীতে ‘নাগিন’-এর চার নম্বর সিক্যুয়ালে দেখা যাবে নিয়া শর্মাকে।
পিবিএ/ইকে
https://www.instagram.com/p/B4HitJxApX_/