আবারো গোপালগঞ্জে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল

প্রিমিয়ার লিগ ফুটবল
ফজলুল হক মনি স্টেডিয়াম ও খেলার মাঠ প্রস্তুতির সব কাজ চলছে পুরোদমে।

বাদল সাহা, পিবিএ, গোপালগঞ্জ : এক মৌসুম পর আবারো গোপালগঞ্জে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ২৩ জানুয়ারী শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইতিমধ্যে খেলার মাঠসহ প্রস্তুতির সব কাজ শেষ হয়েছে। এখন বিপিএল- এর খেলা দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমী গোপালগঞ্জবাসী।

প্রিমিয়ার লিগ ফুটবল
ফজলুল হক মনি স্টেডিয়াম ও খেলার মাঠ প্রস্তুতির সব কাজ চলছে পুরোদমে

গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন সূত্রে জানাযায়, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে বিপিএলের তৃতীয় আসর বসছে গোপালগঞ্জে। এর আগে ২০১২ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে গোপালগঞ্জে প্রথম প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত হয়। মাঝে লম্বা সময় বিপিএলের খেলা হয়নি। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বার বিপিএল ফিরে এখানে। কিন্তু মাঝে আবারো বিরতি। অবশেষে এগারতম আসরের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জে। লীগের বেশ কয়েকটি বড় দলের ম্যাচ রয়েছে এখানে।

ফজলুল হক মনি স্টেডিয়াম ও খেলার মাঠ প্রস্তুতির সব কাজ চলছে পুরোদমে।

এবারের আসরে গোপালগঞ্জ ভেন্যূতে ১৩ টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ, ঢাকা আবাহনী লিঃ, ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিঃ, চিটাগং আবাহনী লিঃ, সাইফ স্পোটিং ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংসদ, নওফেল স্পোটিং ক্লাব, বসুন্ধারা কিংস, টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন লিঃ, শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ ও রহমতগঞ্জ এমএফএস। এসব দলের মোট ২৪ টি খেলা এ মাঠে অনুষ্ঠিত হবে। বিপিএল-এর খেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে। রোলার দিয়ে মাঠ সমান করার কাজসহ, গ্যালারি ও বিভিন্ন ভবন রং করা হয়েছে। সেই সাথে ভিআইপি লাউঞ্জ, প্রেস বক্সসহ খেলোয়াড় ও কর্মকর্তাদের আবাসন এবং দলগুলোর প্রাকট্রিস ভেন্যু প্রস্তুত রাখা হয়েছে। ক্রীড়ামোদী দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে শহরের অলি-গলি ও গ্রামের হাট-বাজারে মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম নান্টু বলেন, গোপালগঞ্জের মানুষ ঘরের মাঠে বসে বড় বড় দলের ফুটবল খেলা দেখতে পারবেন। দেশী-বিদেশী খেলোয়াড়দের খেলা দেখে এখান থেকেও নতুন নতুন খেলোয়াড় তৈরী হবে। আমি আশা করবো, প্রতি বছর যেন এখানে বিপিএলের খেলা অনুষ্ঠিত হয়। মোঃ আশিকুর রহমান হামিম, জুভিন মুস্তফা, শিরিণ আকতার বলেন, আমরা অনেক অনেক খুশি। ঢাকার মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব হয় না। নিজ মাঠে বসে খেলা দেখতে পারবো। এটা আমাদেরজন্য বড় একটা খুশির বিষয়।

জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল মান্নান মানি বলেন, ইতিমধ্যে মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন মাঠের দেয়াল, গ্যালারী, প্রেসবক্স, ভবন রং করা হচ্ছে। সাথে সাথে ভিআইপি লাউঞ্জ, খেলোয়াড় ও কর্মকর্তাদের আবাসন এবং দলগুলোর প্রাকট্রিস ভেন্যু প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে দর্শকদের মাঠমুখী করতে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

বাফুফে’র কার‌্য নির্বাহী সদস্য মোঃ ইলিয়াস হোসেন বলেছেন, এবারের বিপিএল হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের ৭টি ভেন্যুতে বিপিএল অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে বিপিএলের তৃতীয় আসর বসছে। এ মাঠে প্রথম ও দ্বিতীয় পর্বের ২৪ টি খেলা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রসহ ১৩ টি দল এ মাঠে খেলবে। সুষ্ঠু ও সুন্দর ভাবে বিপিএলের খেলা অনুষ্ঠিত করার জন্য মাঠ প্রস্তুতসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

পিবিএ/বিএ এস/জেডআই

আরও পড়ুন...