পিবিএ ডেস্ক: মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আবারো বলছি, ভালো হয়ে যান। আল্লাহর দুনিয়ায় আরও অনেক ব্যবসা আছে, সেগুলো করেন।’
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাউজানে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে যত ক্ষমতাবানই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন মাদক ব্যবসায়ীদের পরিণতি কী হয়েছে।’‘আমরা মাদক আইন সংশোধন করেছি। শুধু আইন নয়, এর বাইরে আরও অনেক নতুন উপাদান আছে, যা আমরা সামনে মাদক নিয়ন্ত্রণে ব্যবহার করবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কী অবস্থার মধ্যদিয়ে আমরা ক্ষমতা গ্রহণ করেছিলাম। প্রথমে সাঈদীকে চাঁদে দেখা যায় বলে তাণ্ডব দেখেছি। সারাদেশে প্রায় দেড়শ মানুষ নিহত হয়েছেন। ২৭ জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা দমন করেছি।’
‘তারপর আমরা জঙ্গিবাদের উত্থান দেখলাম। হলি আর্টিজান, শোলাকিয়ার হামলার ঘটনা দেখেছি। শিয়াদের মিছিলে হামলা হয়েছে। পঞ্চগড়ে ফ্রান্সের এক নাগরিকসহ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। একটা মানুষ নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসেছে। ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, তারপরেও তাকে খুন করা হয়েছে,’-বলেন আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, জঙ্গিদের লাশ গ্রহণ করেনি তাদের পরিবার। আনজুমান মফিদুল ইসলামে দিয়েছি। আপনাদের বলব-ভাই, বোন, ছেলে, মেয়ে কোথায় যায়; কী করে খবর রাখেন। তবেই জঙ্গিবাদ দূর করা সম্ভব।’
পিবিএ/এফএস