পিবিএ ডেস্ক: হেরেই চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারল। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েও হার দেখল বাংলাদেশ নারী দল।
সোমবার (২৮ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের পাকিস্তানের কাছে ১৫ রানে হারে বাংলাদেশের মেয়েরা ।
স্বাগতিক পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১৬৭ রান। জবাব দিনে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানে আটকে যায় টাইগ্রেসরা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান:
২০ ওভারে ১৬৭/৭ (সিদরা ১৯, জাভেরিয়া ৫২, বিসমাহ ৭০*, ইরাম ৩, আলিয়া ১০*; জাহানারা ২/২৭, লতা ১/৩৮)
বাংলাদেশ:
২০ ওভারে ১৫২/৭ (শামীমা ১১, আয়েশা ৫, সানজিদা ৪৫, রুমানা ০, নিগার ২১, ফারজানা ৩০, সালমা ০, লতা ১৭*, জাহানারা ১৮*; ডায়ানা ১/২৭, আনাম ১/২৪, সানা ১/৩৫, সাদিয়া ৩/১৯)
ফল: পাকিস্তান ১৫ রানে জয়ী।
পিবিএ/আম