আবার এলো বজলু চোর

পিবিএ,বিনোদন : দুরন্ত টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’। বাংলাদেশে শিশু-কিশোরদের উপযোগী প্রথম চ্যানেলের প্রথম শিশুতোশ ধারাবাহিক হিসেবে ‘টিরিগিরি টক্কা’ নাটকটি তখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠে। জনপ্রিয় হয়ে উঠে এই নাটকের ‘বজলু চোর’ চরিত্রটিও। কিন্তু চ্যানেলটি মাত্র প্রচারে আসায় দেশের অনেক জায়গার দর্শক ইচ্ছে থাকা সত্তেও নাটকটি তখন দেখতে পারেননি। সুখবর হচ্ছে দুরন্ত টিভিতে ‘টিরিগিরি টক্কা’ নাটকটি আবার প্রচার হচ্ছে।

রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৯.৩০টায় এবং রাত ১.৩০ মিনিটে নাটকটিা প্রচার হচ্ছে। নাটকটি রচনা করেছেন এম আসলাম লিটন ও পরিচালনা করেছেন তৌহিদ বিপ্লব খান। নাটকে নেগেটিভ চরিত্র হয়েও ‘বজলু চোর’ শিশু-কিশোরদের পছন্দের চরিত্র হয়ে উঠে। ফলে অনেক বছর পরে আলোচনায় আসে টিভি নাটকের কোন চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন মূকাকু খ্যাত তারকা মাইম শিল্পী নিথর মাহবুব।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, নদী, তুর্য, ইরা, সুজাত শিমূল, ফখরুজ্জামান চৌধুরী, ঝুমু মজুমদার, নিলা ইসরাফিল, প্রমুখ। এলিয়েনের মেকাপে অভিনয় করেছেন এসবি শুভ। ছোট্ট মেয়ে সূর্যমুখী, যে কোন সাধারণ মেয়ে নয়! ও একজন অসাধারণ ক্ষুদে বিজ্ঞানী! এক রাতে, দূর মহাকাশ থেকে তারই রুপ ধরে এক এলিয়েন আসে তার কাছে। কিন্তু সূর্যমুখী এলিয়েনকে বিশ্বাষ করতে চায় না। সে ভাবে এটা তার মস্তিষ্কের বিভ্রান্তি। তখন এলিয়েন জানায় সে ভবিষ্যত বলতে পারে। প্রমাণসরুপ সে সূর্যমুখীকে জানায় তাদের বাসায় একটু পর চোর আসবে, চোর যা যা চোরি করবে তাও বলে দেয় টিরিগিরি নামের এলিয়েন। সূর্যমুখী দেখে তাই ঘটে।

কিন্তু ভবিষ্যতের ঘটনা বলে সূর্যমুখী এই ঘটনা ঠেকাতে পারে না। এলিয়েন বন্ধুকে পেয়ে বদলে যেতে থাকে সূর্যমুখীর জীবন আচরণ। এলিয়েন মানুষের যথেচ্ছ ব্যবহার ও স্বেচ্ছাচারিতার ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এলিয়েনটির আগমন। তার নাম টিরিগিরি টক্কা । আর সে এই কাজে সূর্যমুখীকে তার সাহায্যকারী হিসেবে বেছে নিয়েছে সে। এভাবেই গল্পের রোমাঞ্চ শুরু। টিরিগিরি টক্কা একটি আকর্ষনীয় ও রোমাঞ্চকর শিশুতোষ ধারাবাহিক নাটক। মজার মজার ঘটনাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে, যা শিশুদের কে শিখাবে কিভাবে ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে পারি।

পিবিএ/এমএস

আরও পড়ুন...