পিবিএ ডেস্ক: ঝুমা বৌদি ওরফে মোনালিসা। সোশ্যাল মিডিয়াতে এ নামেই বেশি জনপ্রিয় তিনি। যদিও তার ভালো নাম অন্তরা বিশ্বাস। বাঙালি এই অভিনেত্রী বহুদিন ধরেই অভিনয় করছেন। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে ‘ঝুমা বৌদি’ হট অবতারে মোনালিসা’র এন্ট্রি রীতিমত তাক লাগিয়ে দেয়।
https://www.instagram.com/p/B8vBHfPFHM2/
সম্প্রতি হাজার বুকে ঝড় তোলা ঝুমা বৌদি তার ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন। দেখেই বোঝা যাচ্ছে জনপ্রিয়তম হিন্দি ধারাবাহিক ‘নজর ২’-এর প্রমোশনের কারণেই এই পোস্ট।
https://www.instagram.com/p/B88DHOslIvt/
তবে এটা ট্রেলার বা টিজার নয়। এটি এটি মোনালিসার সুইমিং পুলের একটি ভিডিও। যে ভিডিওর পিছনে চলছে জনপ্রিয় হিন্দি গান ‘দিলবর’। যেটি এখন ভাইরাল। মোনালিসা ছবির কেরিয়ার আঞ্চলিক ভাষায় শুরু করলেও ধীরে ধীরে নিজের কেরিয়ার বিস্তৃত করেছিলেন ভারতের সমস্ত ভাষার আঞ্চলিক ভাষাতেও।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B806gXnlJE2/?utm_source=ig_embed