পিবিএ ডেস্ক: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী থাকবে নানা আয়োজন। এই সময়কে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ’।
মেসি
আর্জেন্টিনার নতুন অনাবাসিক রাষ্ট্রদূত দানিয়েল চুবুরু বৃহস্পতিবার দেখা করতে গেলে মুজিব বর্ষে মেসিকে পেতে সরকারের আকাঙ্ক্ষার কথা তাকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ২০২১ সালে পুরো আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় পেতে সরকার আগ্রহী।
সরকারের উদ্যোগ সফল হলে এক দশক পর মেসিকে আবার দেখা যাবে ঢাকার মাঠে। ২০১১ সালের ৫ সেপ্টেম্বর নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে এসেছিল আর্জেন্টিনা দল, বার্সেলোনা তারকা মেসি ওই দলেও ছিলেন।